headlines

    6:30 P

WHAT’S HOT NOW

ads header

Business

    Facebook

    প্রচুর পানি পান করুন

    প্রচুর পানি পান করুন

    করোনর ঝুকি এড়াতে প্রচুর পরিমান পানি পান করুন।

    মাস্ক ব্যবহার

    মাস্ক ব্যবহার

    বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। কেননা এটি হাচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়।

    সামাজিক দূরত্ব

    সামাজিক দূরত্ব

    সামাজিক দুরত্ব বজায় রাখুন। কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দুরত্বে অবস্থান করুন।

    হাত পরিষ্কার করুন

    হাত পরিষ্কার করুন

    আপনার হাত নিয়মিত পরিষ্কার করুন। সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে 2 মিনিট ধরে পরিষ্কার করুন

    নিবিড় যোগাযোগ এড়ানো

    নিবিড় যোগাযোগ এড়ানো

    করমর্দন ও কুশল বিনিময় থেকে বিরত থাকুন।

    মুখমন্ডল স্পর্শ থেকে বিরত থাকুন।

    মুখমন্ডল স্পর্শ থেকে বিরত থাকুন।

    হাত না ধুয়ে মুখমন্ডল স্পর্শ থেকে বিরত থাকুন।

    Ad Home

    Responsive Ads Here

    Breaking

    Ethereum Price

    Monday Tuesday Wednesday
    $402.89 $384.06 $396.34
    মাথা ব্যথা

    মাথা ব্যথা

    বিশেষজ্ঞরা বলছেন, মাথাব্যথা একটি প্রধান লক্ষণ। শিথিলতা স্থির করবেন না, তবে আপনার মাথাব্যথা সর্বোচ্চে না পৌঁছানো অবধি জেনে রাখা সত্যই এটি বিপদজনক।

    বমন করিয়া ফেলা

    বমন করিয়া ফেলা

    COVID-19 প্রাপ্ত প্রতি 6 জনের মধ্যে 1 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং অসুবিধা বিকাশ করে, গতির অসুস্থতা এবং বমি বমিভাব ঘটায়।

    News

    Videos

    যোগাযোগের তথ্য

    নিম্নোপায়ে যোগাযোগ করতে পারেন

    করোনাভাইরাসের লক্ষণ

    নিচের লক্ষণগুলির উপসর্গ বুঝলে বুঝবেন আপনি করোনা পজিটিভ

    Recent Blog Posts

    Lorem Ipsum has been the industry's standard dummy text.

    Featured Posts 4

    Subscribe for New Post Notifications

    Contact us

    জ্বর

    জ্বর

    আপনার বুকে বা পিছনে স্পর্শ করতে আপনি গরম অনুভব করেন (আপনার তাপমাত্রাটি পরিমাপ করার দরকার নেই)। এটি 2-10 ডেস্কেও মেলে।

    ঠান্ডা

    ঠান্ডা

    যে সকল বয়সী লোকেরা জ্বরে এবং / বা কাশির সাথে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা / শ্বাসকষ্টের সাথে যুক্ত হন তারা অভিজ্ঞতা পান।

    গলা ব্যথা

    গলা ব্যথা

    বয়স্ক ব্যক্তিরা এবং উচ্চ রক্তচাপ, হার্ট এবং ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো অন্তর্নিহিত চিকিত্সা সংক্রান্ত সমস্যাগুলি।

    শুকনা কাশি

    শুকনা কাশি

    এক ঘন্টারও বেশি সময় ধরে অবিরাম কাশি, বা ২৪ ঘন্টার মধ্যে 3 বা ততোধিক কাশি পর্ব। আপনার যদি সাধারণত কাশি হয় তবে এটি স্বাভাবিকের চেয়ে খারাপ হতে পারে।

    Slider Widget

    5/Fashion/slider

    Find The Job That Fits Your Life

    Resume-Library is a true performance-based job board. Enjoy custom hiring products and access to up to 10,000 new resume registrations daily, with no subscriptions or user licences. Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

    Ethereum

    Healthy

    3/Healthy/post-list

    Ripple

    Bitcoin Price

    Monday Tuesday Wednesday
    $7886.56 $7926.34 $7756.47

    Subscribe Us

    Popular Posts

    Bitcoin

    Litecoin

    Life & style

      Games

        Sports

          » » » টিস্প্রিং এর বিস্তারিত গাইডলাইন-1
          কাজের কথা নিউজ

          বাংলাদেশে অনলাইনে টিশার্ট সেল বলতে আমরা  Teespring কেই বুঝি । অনলাইনে টিশার্ট সেলের জন্য আপনি অনেক প্লাটফর্ম পাবেন। তবে এগুলোর মধ্যে Teespring -ই  সবচেয়ে বেশি জনপ্রিয়।

          একটা টিশার্ট তৈরির জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়-


          • ডিজাইন ক্রিয়েট করা
          • টিশার্টের উপর ডিজাইনটি প্রিন্ট করা
          • টিশার্টের গুনগত মান নিশ্চিত করা
          ভেবে দেখুন, এই কাজ গুলো করার জন্য আপনার কী পরিমাণ পরিশ্রম, সময় ব্যয় ও অর্থ বিনিয়োগের প্রয়োজন হত ! কিন্তু এগুলোর কিছুই আপনাকে করতে হবে না !
          কারন Teespring হলএমন একটি প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই এই কাজ গুলি করতে পারবেন।এমনকি আপনি যে টিশার্ট গুলো সেল করবেন সেটা কাস্টমারের নিকট দ্রুত ও নিরাপদে পৌঁছে দেয়ার কাজটিও Teespring করবে।এজন্য Teespring আপনার কাছ থেকে কোন রকম এক্সট্রা চার্জ নেবে না।
          অর্থাৎ এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আপনার লস হওয়ার কোন সম্ভাবনা নেই।আপনার কাজ শুধু সেল করা ও মুনাফা করা।
          তবে Teespring আপনাকে তখনই পে করবে যখন আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন।ভাবনায় পরে গেলেন ? ভাবনার কিছু নেই।খুব বড় কোন সেলস টার্গেট আপনাকে পুরন করতে হবে না।সবচেয়ে মজার বিষয় হল আপনার সেলস টার্গেট আপনি নিজেই ঠিক করে নেবেন।এটা ১০ টা টিশার্ট-ও হতে পারে ! অর্থাৎ কোন কিছুই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
          তাহলে এখন প্রশ্ন হল Teespring কিভাবে লাভ করে এখান থেকে ? সত্যি কথা বলতে কী, এই সব কিছুই হবে তখন, যখন আপনার সেলস ক্যাম্পেইনটি TIP করবে। অর্থাৎ আপনি আপনার সেলস টার্গেট পুরন করবেন এবং এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। শিপমেন্টের পর কাস্টমার যখন পে করবে তখনই কেবল Teespring সব খরচ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেবে।এছাড়া আপনাকে আর কোন অর্থ বিনিয়োগ করতে হবে না।
          আপনাকে শুধু মার্কেটিং এর দিকটা মাথায় রাখতে হবে। আপনার মার্কেটিং যত ভালো হবে তত বেশি সেল পাবেন আপনি। আর আপনার মুনাফা বাড়তে থাকবে তরতর করে।

          কিভাবে শুরু করবেন ??

          টিশার্ট সেলিং বিজনেস শুরু করাটা একটা দারুন বেপার । আর এখান থেকে প্রচুর ইনকামও হবে আপনার। কারন এখন অনলাইনে কেনাকাটা করাটা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা ভাবাটা খুবই বোকামি হবে যে এই মার্কেটের চাহিদা কখনো ফুরিয়ে যাবে। বরং দিনে দিনে এটা আরও বাড়বে।
          টিশার্ট সেলিং বিজনেস শুরু করাটা খুবই সহজ। নিচের ধাপ গুলো ফলো করলেই আপনি দারুন ভাবে শুরু করতে পারবেন-
          • রিসার্চ
          • ডিজাইন
          • ক্যাম্পেইন সেটআপ
          • মার্কেটিং
          • সফল ক্যাম্পেইন রিলঞ্চিং
          Teespring এ কোন ক্যাম্পেইন সফল হলে সেই ক্যাম্পেইনটি আপনি অন্য প্লাটফর্ম গুলোতে চালালেও সফল হওয়ার সম্ভাবনা থাকবে।
          কাজের মুল স্টেপ গুলোতে যাওয়ার আগে একটা বিষয় বলা দরকার । সেটা হল আপনার প্রতিটা ডিজাইন হয়ত সমান ভাবে সফল হবে না । আবার এমন হতে পারে যেটা নিয়ে আপনি তেমন আশা করেননি সেটাই খুব ভালো ব্যবসা করছে। আসলে এখানে আপনাকে বিভিন্ন নিশ ও ডিজাইন বারবার ট্রাই করতে হবে। কিন্তু আপনি যে সফল হবেনই এটা নিশ্চিত। আপনাকে কেবল ধৈর্য ধরে এটাতে লেগে থাকতে হবে।
          চলুন তাহলে মুল আলোচনায় এগোনো যাক-
          ধাপ-১ঃ নিশ সিলেক্ট করতে হবে
          অন্য যেকোনো মার্কেটিং ক্যাম্পেইনের মতই এখানেও আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তাহলো আপনি যে নিশ সিলেক্ট করেছেন তার অডিয়েন্সকে ভালোমত জানা। আপনি আপনার অডিয়েন্সকে যত ভালো ভাবে জানবেন তাদের জন্য টিশার্ট ডিজাইন করা তত সহজ হয়ে যাবে আপনার জন্য।
          টিশার্ট লোকে কেন কেনে এবং কোন কোন বিষয় একজন ক্রেতাকে টিশার্টটি দেখামাত্রই তা কিনতে উদ্বুদ্ধ করে এটা বুঝতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
          এটাই Teespringএ সফলতার মূলমন্ত্র।
          ধরুন, আপনি কোন কমিউনিটিকে টার্গেট করে টিশার্ট সেলিং ক্যাম্পেইন শুরু করতে চাচ্ছেন। এখন আপনি যদি ঐ গ্রুপের লোকেদের রুচিটা বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি উইনার।
          এখন কথা হল কোন কোন বিষয় একজন ক্রেতাকে টিশার্টটি কিনতে উদ্বুদ্ধ করে ?
          সফলতার মূলমন্ত্র হল একজন ব্যক্তির আবেগের জায়গাটা বুঝতে পারা। প্রত্যেক ব্যক্তিই কোন না কোন ক্ষেত্রে আবেগপ্রবণ। এটা হতে পারে কোন ঐতিহাসিক ঘটনা বা তার পেশা বা অন্য কোন কিছু। যেটাকে সে খুব ভালবাসে, গর্ববোধ করে ও একই সাথে সম্মান করে। এই ব্যাপারটি বুঝতে পারাটাই মূল বিজনেস। আপনি যত ভালভাবে এই জিনিসটি বুঝতে পারবেন আপনি তত বড় মার্কেটার।
          উদাহরণ হিসেবে NURSE নিশের টিশার্টের কথা বলা যেতে পারে। যারা নার্স তারা তাদের পেশাটিকে খুব ভালবাসে ও এটা নিয়ে তারা গর্ববোধ করে। একারনেই এই নিশের টিশার্টের সেল এত বেশি।
          একই কথা ডাক্তারদের বেলায় নিশ্চিত ভাবে বলা যায় না। কারন তাঁদেরকে Professionalism ব্যাপারটা মাথায় রাখতে হয়। তার মানে এও নয় যে আপনি এঁদেরকে নিয়ে টিশার্টের ক্যাম্পেইন করতে পারবেন না। হয়ত সেলটা একটু কম হতে পারে।
          আবার, কিছু মানুষ আছে যারা তাদের পছন্দের কথা সবার সাথে শেয়ার করতে ভালবাসে। আপনি যদি এদেরকে খুজে পান এবং এদের আবেগের দিকটি মাথায় রেখে টিশার্ট ডিজাইন করেন তাহলে আপনার সেল নিশ্চিত ভাবে কয়েক গুন বেড়ে যাবে।
          এখন কথা হল আপনি কিভাবে এদেরকে সহজে খুঁজে পাবেন ? আমি আপনাদের একটু হেল্প করতে পারি এ ব্যাপারে। অনেক নিশ আছে। নিশগুলো এরকম হতে পারে-
          pet owners, hobbies, gym, cars, guns, music, dancing, T.V shows, gamesপ্রভৃতি।
          অন্য আরেকটি যে কারনে টিশার্ট বেশি সেল হয় তাহলো আপনাকে বাজারের বর্তমান TREND টা বুঝতে হবে। এটার সাথে যদি আপনি অডিয়েন্সের আবেগটাকে কাজে লাগাতে পারেন তাহলেই আপনি বাজিমাত করতে পারবেন।

          কিভাবে আপনি নিশ খুঁজে পাবেন ?

          যেহেতু আমরা আমাদের টিশার্টের প্রচারণার বেশির ভাগই ফেসবুকে করব তাই চলুন ফেসবুক দিয়েই শুরু করা যাক।
          এমন যদি হত আপনি এমন একটা সাইট খুঁজে পেলেন যেখানে ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় ফ্যানপেজ গুলোকে অনায়াসেই খুঁজে পাওয়া যায়! এটা কিন্তু আপনাকে আপনার নিশ খুঁজে পেতে খুব ভালোভাবেই হেল্প করবে।
          এরকম একটি ওয়েবসাইট হল Fanpagelist.com
          2
          এটার হোমপেজ দেখেই বুঝতে পারছেন এটা থেকে কি বিশাল সার্ভিস আপনি পেতে যাচ্ছেন। এটাকে আপনি ফেসবুকের সব ফ্যানপেজ, সেলিব্রেটি, জনপ্রিয় ব্র্যান্ডস প্রভৃতির ডিকশনারি বললেও ভুল হবেনা।
          এটা ব্যবহার করাও খুব সহজ। ধরুন, আপনি TV Shows এ ক্লিক করলেন। সঙ্গে সঙ্গে ও আপনার সামনে টিভি চ্যানেল গুলোর একটা বিশাল লিস্ট নিয়ে হাজির হবে। এখন আপনি FOX টিভি সিলেক্ট করলে নিচের মত একটা পেজ আসবে।
          এখান থেকে আপনি FOX টিভিতে প্রচারিত সকল জনপ্রিয় প্রোগ্রামের ফ্যানপেজের লিস্ট [যদি ফেসবুকে থেকে থাকে] দেখতে পাবেন। এখানে আপনি ঐ পেজের র‍্যাঙ্কিং-ও দেখতে পাবেন।
          আমার মনে হয়, আপনার এই একটা ওয়েবসাইট-ই যথেষ্ট যা থেকে আপনি অসংখ্য নিশ সহজেই খুঁজে পাবেন।
          এছাড়াও ফেসবুক নিয়ে রিসার্চ করার জন্য খুব কাজের একটা টুল রয়েছে ফেসবুকের ভিতরেই। এটার নাম Audience Insight যেখানে আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে হিউজ ইনফরমেশন পাবেন। এই টুলটি আপনি খুঁজে পাবেন ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে।
          এর ঠিক বামদিকে Campaigns এর নিচে আপনি Audience Insightপাবেন।
          4
          ভিতরে ঢোকার পর আপনি নিচের চিত্রের মত পাবেন-
          5
          এরপর এটা খুব সোজা। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন তার টার্গেট অডিয়েন্স খুঁজে পেতে আপনি এই পেজের বামদিকে ইনফরমেশন গুলো দিন। আপনি এখানে Location, Age, Gender, Interestsপ্রভৃতি ক্ষেত্রে কাস্টমাইজেশন করতে পারবেন।
          Location, Age, Gender এগুলো খুব বেসিক বিষয় এবং খুব সহজ। তাই এটা নিয়ে আলোচনা না করে Interest নিয়ে আলোচনা করা যাক। কারন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ধরুন, আমার নিশ The Simpsons. এটা লিখে Enter দিলে নতুন একটা পেজ আসবে। নিচের মত-
          6
          দেখা যাচ্ছে, এই নিশ রিলেটেড ১৫-২০ মিলিয়ন একটিভ ইউজার আছে ফেসবুকে। নারীদের চেয়ে ২৩% বেশি পুরুষ আছে এই নিশ রিলেটেড। এবং এই অডিয়েন্সের ৫০% এর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। আপনি এটাও হয়ত খেয়াল করেছেন এই ডাটা ৬ টি ট্যাবে বিভক্ত।
          • Demographics
          • Page Likes
          • Location
          • Activity
          • Household
          • Purchase
          Age ও Gender রিলেটেড ইনফরমেশনের সাথে Demographics একদম নিচে আপনি Job Title নামে আরেকটি Box দেখতে পাবেন।
          Page Likes ট্যাবে ক্লিক করলে আপনি দুইটা বক্স দেখবেন-Top Categories এবং Page Likes.ইউজাররা যে বিষয় গুলোতে ইন্টারেস্টেড অর্থাৎ যেগুলোতে তারা LIKE দিয়েছে, সেই ইনফরমেশন গুলো Top Categoriesএ দেখায়। আর যে পেজ গুলো প্রত্যক্ষ ভাবে এই নিশ রিলেটেড নয় সেগুলোর ইনফরমেশন দেখায় Page Likesএ। এটাই এর বিশেষত্ব।
          Household ট্যাবের মধ্যে ফেসবুক ৬ ধরণের তথ্য প্রদর্শন করে।নিচে দেখুন-
          • Household income
          • Home Ownership
          • Household Size
          • Home Market Value
          • Spending Methods
          এই তথ্য গুলো ফেসবুক বিভিন্ন থার্ড পার্টি ডাটা কোম্পানি থেকে সংগ্রহ করে যারা ফেসবুকের নিকট এই তথ্যগুলো বিক্রি করে।
          Purchase ট্যাবে আপনি চার ধরণের ইনফরমেশন পাবেন। এগুলোও আগের মতই বিভিন্ন ডাটা কোম্পানি থেকে সংগ্রহ করা।
          এখান থেকে আপনি আপনার নিশ রিলেটেড অডিয়েন্সের ক্রয় ক্ষমতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন। নিচে দেখুন-
          ধাপ-২ঃ ডিজাইন ক্রিয়েট করতে হবে
          এখন আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত জানেন। তাদের চাহিদা সম্পর্কেও বেশ ভালভাবে জানেন আপনি। তাই তাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে একটা আকর্ষণীয় ডিজাইন আপনি এখন করতেই পারেন।
          ভাল সেলের জন্য আপনাকে অবশ্যই আপনার অডিয়েন্স রিলেটেড একটি আকর্ষণীয় ডিজাইন ক্রিয়েট করতে হবে। কিন্তু আপনি এটা জানেননা যে কোন ডিজাইনটি আপনার অডিয়েন্স পছন্দ করবে।
          আপনি হয়ত ভাবছেন আপনি আউটসোর্সিং এর মাধ্যমে কোন ভালো ডিজাইনারকে দিয়ে ডিজাইনটি করিয়ে নেবেন। হ্যাঁ, এটা সম্ভব। কিন্তু আপনার ডিজাইনার কিন্তু আপনার অডিয়েন্সকে অতটা ভালভাবে জানে না ঠিক যতটা আপনি জানেন। হয়ত তার করা ডিজাইনে আপনি অনেক ভালো সেল পাবেন। কিন্তু এর সম্ভাবনা অনেক কম।
          আবার প্রথম বারেই যে আপনি খুব ভালো সেল পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। এমনও হতে পারে কয়েকবারের চেষ্টার পর আপনি হয়ত কয়েকটা সেল পেলেন!
          তাহলে আপনি কী করবেন !আমি আগেই বলেছি ভাবনার কিছু নেই। সব সমস্যার সমাধান আছে। আপনি এই আইডিয়া গুলো কাজে লাগিয়ে দেখতে পারেন।
          যে ডিজাইন গুলো ইতিমধ্যে ভালো সেল পেয়েছে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। পুরোপুরি কপি না করে ডিজাইনটা একটু নিজের মত করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। হুবহু কপি করবেন না। তাহলে Copyright আইনে ঝামেলায় পরতে পারেন।
          কিভাবে খুঁজে পাবেন সাকসেসফুল ডিজাইন গুলো
          টিশার্টের যেই ডিজাইন গুলো খুব ভালো সেল হচ্ছে Teespring সেগুলো আলাদা ভাবে দেখায়। এখানে গেলে ডিজাইন গুলো দেখতে পাওয়া যাবে Teespring.com/discover.

          «
          Next
          All Design
          »
          Previous
          ব্লগ লিখে আয় করার সহজ উপায়

          No comments:

          Leave a Reply